বুধবার , ২১ জুন ২০২৩ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিয়াদ হত্যাকারীদের শাস্তির দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২১, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ী দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার প্রাক্তন ও প্রাইম ইউনিভার্সিটির মেধাবী ছাত্র রিয়াদ হোসেন (২১) কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার সকল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ৯টায় দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে পৌর শহরের বটতলি মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন ।
মানববন্ধনে দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এএসএম শাহাদতুল্যাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন খাজাপুর মাদরাসার অধ্যক্ষ মাহাবুবুর রহমান, শাহাপুর মাদরাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব,মেলাবাড়ী মাদরাসার সুপার আবরাক হোসেন, তেতুলিয়া মাদরাসার (ভারপ্রাপ্ত) সুপার আব্দুল জব্বার, পানিকাটা মাদরাসার সুপার আরিফুল ইসলাম প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আলিম, ইবনুর, আলমগীর, সুমাইয়া, ফারিয়া ও মরিয়ম।
এসময় বক্তারা বলেন,নিহত রিয়াদ হোসেন, ফুলবাড়ী দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। রিয়াদ ২০২০ সালে দারুস সুন্নাহ সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। পরে ঢাকায় প্রাইম ইউনিভার্সিটিতে ভর্তি হয়। মেধাবী ছাত্র রিয়াদ’কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিব্র প্রতিবাদসহ দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। একইসাথে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীও জানানো হয়।
মানববন্ধনে ফুলবাড়ী উপজেলা সকল মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নিহত রিয়াদ ফুলবাড়ী উপজেলার নারায়নপুর গ্রামের মাদরাসা শিক্ষক মাহবুবুর রহমানের একমাত্র সন্তান। সে রাজধানী ঢাকার মিরপুর প্রাইম ইউনিভার্সিটির ছাত্র ছিল।
গত ১২জুন বিকেলে রিয়াদের প্রতিবেশি চাচা নাঈম, নতুন মোটরসাইকেল কেনার কথা বলে রিয়াদকে তার ঢাকার গাজীপুরে মেস ডেকে নিয়ে যায়। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। এরপ্রেক্ষিতে তার পরিবারের লোকজন গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।এরপর ১৬জুন বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর ধোপাচালা এলাকায় বনের ভেতর থেকে রিয়াদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় ও ১৭জুন র‌্যাব-১ তদন্ত করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মানপুর এলাকা থেকে দুর্শম্পর্কের চাচা নাঈম হোসেনকে গ্রেফতার করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বৃদ্ধাশ্রমে এক ছাদের নিচে মসজিদ-মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের সুধী সমাবেশে মনোরঞ্জন শীল গোপাল এমপি

পানির স্তর নিচে নামায় টিউবওয়েলে পানি নেই, জনজীবনে ভোগান্তি

বীরগঞ্জে তরুণদের মধ্যে বাড়ছে ধূমপানের প্রবণতা

চিরিরবন্দরে তীব্র গরমে আঁখের রসের কদর বৃদ্ধি

আবাদী জমির উর্বর মাটি চলে যাচ্ছে ইট ভাটায়

বীরগঞ্জে ঢিলা ডাঙ্গী মহাশ্মশান বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এর উদ্যোগে বৃক্ষরোপণ

নবাবগঞ্জে আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মামলায় দুইজন আসামি গ্রেফতার

বীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

বোরকা-হিজাব পরা সাংবিধানিক অধিকার : হাইকোর্ট

রাণীশংকৈল নকল কীটনাশক বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ও ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড !