পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম। এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট মো. তৌহিদ উজ জামান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসানুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন অভিযানে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও আনসার ভিডিপি ক্লাবে বিভিন্ন প্রজাতির ২৩০টি ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপন করা হবে।