পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে একজন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক। দন্ডপ্রাপ্ত ওই দালালের নাম সফিকুল ইসলাম (৩২)। তিনি একই ইউনিয়নের খালপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক জানান, সামমেরা ইউনিয়ন ভ‚মি অফিসে বসে থেকে কাজ করে দেয়ার নামে অবৈধ উপায়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে দন্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম অবৈধ সুবিধা আদায় করেন মর্মে অভিযোগ পাওয়া যায়। সে অনুযায়ী গতকাল রোববার সকালে আকষ্মিক পরিদর্শনে এসে হাতেনাতে তাকে আটকের পর অপরাধের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন পঞ্চগড় সদর থানার এসআই ভবেশ চন্দ্র রায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।