মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রপাত নিরোধে ঠাকুরগাঁওয়ে ১ হাজার তাল গাছ রোপন কার্যক্রম শুরু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১১, ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: বজ্রপাতে প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর উদ্যোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের ধারে ১ হাজার তাল গাছ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলার লাহিড়ী ডিগ্রী কলেজ মাঠে তাল গাছ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, লাহিড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যাড. জিল্লুর রহমান, জেলা পরিষদের সদস্য সুরাইয়া জেসমিন, পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক আবু খালেদ মো. অলিউল্লাহ সহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

তালগাছ উচ্চতা ও গঠনগত দিক থেকে বজ্রপাত নিরোধে সহায়ক ও ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষা করে। এছড়াও মেঘ আকর্ষণ করে বৃষ্টিপাত ঘটায়। এসব কারণে ও সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউসিবি ব্যাংক এ বছর সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প “ভরসার নতুন জানালা” এর আওতায় দেশের খাদ্য নিরপাত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকর এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানোর পাশাপাশি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সারাদেশের নির্বাচিত ৫০টি উপজেলায় প্রতিটি উপজেলায় ১ হাজার করে অন্তত ৫০ হাজার তালগাছ ও অন্যান্য বৃক্ষ রোপনসহ বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন এবং কৃষি উদ্যোক্তাদের সংগঠিত করে ক্লাইমেট স্মার্ট, কৃষি প্রযুক্তি সম্প্রসারণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের ধারে তাল গাছসহ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয় বলে জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক আবু খালেদ মো. অলিউল্লাহ।

এধরণের উদ্যোগ গ্রহণ করায় ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ধন্যাবাদ ও স্বাগত জানান।

তালগাছ রোপন, কৃষকদের মৎস্য চাষ, গবাদি পশু পালনে প্রশিক্ষণসহ বজ্রপাত নিরোধে ডিভাইস স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, `আমি মনে করি ইউসিবি ব্যাংকের এমন উদ্যোগে বালিয়াডাঙ্গী উপজেলার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। তাই অন্যান্য ব্যাংকদেরও এমন সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শুরু হলো মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলারশুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ৪ বছরের হিমোফিয়া-বি রোগের শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি !

দিনাজপুর মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ

বালিয়াডাঙ্গীতে জাতীয় সমবায় দিবস পালিত

বীরগঞ্জে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে জাতীয় শোক দবিস উপলক্ষে বৃক্ষরোপণ র্কমসূচি ও আলোচনা সভা

বীরগঞ্জে আদিবাসীর জমি জবর দখল করায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বোচাগঞ্জ উপজেলার রনগাও ইউনিয়নে তারেক রহমানের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা পিনাক চৌধুরী

দিনাজপুরে দৈনিক যুগের আলো’র ৩১ তম বর্ষপূতি উদযাপন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের সফলতার গল্প-বার্ষিক প্রতিফলন ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা