বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি: শনিবার সকালে ঠকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫২’ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। রেলি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে আলোচনা সভায়
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার এর সভাপিতত্বে আরও বক্তব্য দেন, উপজেলা কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমার, সমবায় কর্মকর্তা নাজমুল হুদা, বালিয়াডাঙ্গী প্রেক্লাবের সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বরেন, সমবায় দিবস উপলক্ষ্যে এক বাণীতে বলেন, ‘সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে।