উবর্শী সংগীত শিক্ষা নিকেতনে জেলা নির্বাচন অফিসার
মেধার বিকাশ ঘটাতে পড়াশোনার
পাশাপাশি বিনোদন চর্চা করতে হবে
দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার (ভারঃ) মোঃ রেজাউল করিম বলেছেন, আমাদের সন্তানদের মেধার বিকাশ ঘটাতে পড়াশোনার পাশাপাশি বিনোদন চর্চা করতে হবে।
“আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে। এ জীবন পূর্ণ কর দহন-দানে”-এই শ্লোগানকে সামনে রেখে শনিবার দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে দিনাজপুরের প্রতিষ্ঠিত বড় গুড়গোলাস্থ ঊবর্শী সংগীত শিক্ষা নিকেতনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
ঊবর্শী সংগীত শিক্ষা নিকেতনের পরিচালক ও সাধারন সম্পাদক সুস্মিতা পর্দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, ধ্রæব পরিষদের জেলা সেক্রেটারী রাজিউদ্দিন চৌধুরী ডাবলু ও সংগঠনের সহ-সভাপতি সুবর্ণা মুখার্জী। বিশেষ অতিথিবৃন্দ বলেন, সংগীত কোন মুখস্ত বিদ্যা নয়, সংগীত চর্চা প্রতিদিন করতে পারলে একজন ভালো শিল্পী হওয়া যায়। সভাপতির বক্তব্যে সুস্মিতা পোদ্দার বলেন, সঙ্গীত চর্চার মাধ্যমে দিনাজপুর জেলাকে তুলে ধরতে আমাদের এই প্রচেষ্টা। আমার বিশ্বাস সবার সহযোগিতা পেলে একদিন ঊবর্শী শিক্ষা নিকেতন একটি মডেল সংগঠন হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমিটির সদস্য তামান্না রাব্বানী। শেষে শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।