বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এই পদযাত্রায় হবে বিজয় যাত্রা –মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৯, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
এই পদযাত্রা বিজয়ের যাত্রা। দেশকে মুক্ত করার বিজয় যাত্রায় শরিক হওয়ার আহবান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা পরিস্কার করে বলেছি। দশ দফা দিয়েছিলাম। সেই দশ দফা এখন এক দফা এনেছি। এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ।এই মূহুর্তে তাকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং তত্ত¡াবধায়ক নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তানান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই নির্বাচন কমিশন অযোগ্য, অথর্ব যা হুকুম করে সরকার তাই করে তাই না।
গতকাল বুধবার বিকালে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় প্রধান অতিখির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই সমাবেশকে বানচাল করার জন্য আওয়ামী সন্ত্রানীরা বহু চেষ্ঠা করেছে। দিনাজপুর শহরের রাস্তায় আসার সময় তারা হাজি মোহাম্মদ দানেশ বিশ্ববদ্যালয়ের সামনে আমাদের গাড়ীগুলোতে হামলা করে গাড়ীগুলোকে ভাংচুর করে অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। এতে প্রায় ৫০/৬০জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্ধকারে অতর্কিত হামলা কওে কারা কাপুরুষেরা। যারা কাপুরুষ, যাদের সাহসের অভাব, যারা জনগনের সামনে দাড়াতে ভয় পায়, তারা পিছন থেকে অতর্কিত হামলা করে। তাতে কি এই সমাবেশকে ঠেকাতে পেরেছে। পারে নাই তারা। পারবে কি ? যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলন থামানো যাবে কি ? না । কারন এই আন্দোলন শুধু বিএনপির আন্দোলন নয়। এই আন্দোলন কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবি দল কিংবা তাতীঁ দলের নয়। এই আন্দোলন শুধু মীর্জা ফখরুল, তারেক রহমান কিংবা বেগম খালেদা জিয়ার নয়-এই আন্দোলন সমগ্র বাংলাদেশের ১৮ কোটি মানুষের আন্দোলন। তাদের বেঁচে থাকার আন্দোলন। তাদের মুক্তির আন্দোলন। তাদের ভোট দেয়ার অধিকারের আন্দোলন। দেশনেত্রী কে বেগম খালেদা জিয়া। এই দিনাজপুরের মেয়ে আপনাদের নেতা বেগম খালেদা জিয়া। লড়াই করে গনতন্ত্রকে ফিরিয়ে এনেছেন। সংগ্রাম করেছেন এখন করছেন। এখনও তিনি মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহে অন্তরীন রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এই যে সংগ্রাম, এই যে লড়াই, খুবই কঠিন লড়াই। এই লড়াইটা আমাদের অস্থিতের লড়াই। জাতির অস্থিত্বের লড়াই। আমরা টিকে থাকবো কিনা টিকে থাকবো জাতি হিসেবে, স্বাধীন জাতি হিসেবে, সেটাই নির্দ্ধারিত হবে এই লড়াইয়ের ভবিষ্যত নিয়েই।
দিনাজপুরের কয়েকজনের নাম না বললেই নয়। আমাদের ম্যাডামের বড় বেগম খুরশিদ জাহান হক(চকলেট) আপা এই আধুনিক দিনাজপুরের রুপকার তিনি। এই মেডিকেল কলেজ দেখছেন এখন অনেক নেতার নামে মেডিকেল কলেজের নাম দেওয়া হয়। অথচ করেছেন খুরশিদ জাহান হক। হার্ট ফাউন্ডেশন খুরশিদ জাহান হক, বøাড ব্যাংক খুশিদ জাহান হক, কিডনি হাসপাতাল খুরশিদ জাহান হক, শিক্ষাবোর্ড করেছেন খুরশিদ জাহান হক।
এই আওয়ামীলীগ গোটা জাতিকে দ্বিধা বিভক্ত করেছে, আওয়ামীলীগ সন্ত্রাসের রাজত্ব করছে, আওয়ামীলীগ আগুন নিয়ে রাজনীতি করে, আওয়ামীলীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। ২০১৮ নির্বাচনে আগের রাতে ভোট তৈরী করে জিতে গেছি বলছিল। তারা কাউকে সহ্য করতে পারে না। এমনকি হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারেনি। কি লজ্জার কি লজ্জার।
প্রত্যেকটা জিনিসের দাম দশগুন-বারো গুন বেড়ে গেছে। চাল, ডাল সব কিছুর দাম বেড়ে গেছে। জেগে উঠতে হবে বন্ধুগন। জেগে উঠতে হবে আমার দেশ রক্ষার জন্য।জাতিকে রক্ষার জন্য। সর্বপরি আমার দেশের সার্ভবম রক্ষার জন্য আমাকে জেগে উঠতে হবে।
জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসন জাফির তুহিনৎনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়াপার্সনের বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাস, তাতীদলের দলের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

কর্মসুচী ঘোষনা
শেষে লক্ষিপুরে নিহত হয়েছেন কৃষকদলের সজীব হোসেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২১ জুলাই সারাদেশে শোক র‌্যালী হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ পক্ষের সংঘর্ষে আহত মৎস্যজীবী লীগ নেতার মৃত্যু ! ইউপি চেয়ারম্যান সহ ২০ জনের বিরুদ্ধে মামলা !

দিনাজপুরে মোশান ভিউ মোবাইলের আউটলেট চালু হ্যালো রেনেসাঁ শপে

শুভ সভাপতি-অপূর্ব সম্পাদক পীরগঞ্জ ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

শিশু দুটিকে বাঁচিয়ে রাখার আকুতি বৃদ্ধ দম্পতির!

নির্বাচনীয় এলাকা দশমাইল মোড়ে এমপি মনোরঞ্জন শীল গোপাল কে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা

করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি শাহারিয়ার হিরুর মাতা শাহানারা বেগমের ইন্তেকাল

কাঞ্চনকলোনী প্রিমিয়ার লীগ উদ্বোধনী প্রীতি ম্যাচে বিজয়ী মা এন্টারপ্রাইজ

পরীমনি-হেলেনা-রাজ-পিয়াসা-মৌয়ের বাসায় একযোগে তল্লাশি

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

কাহারোলে সর্ববৃহৎ গরুর হাট রাস্তার উপরে যানজট সৃষ্টি