মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় ৯ গ্রাম হিরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৫, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ গ্রাম হিরোইনসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার দুপুরে দেবনগরের একটি রাস্তা থেকে আবু হানিফ হানি (৩৫) ও তার স্ত্রী মাছুমা খাতুন (৩০)কে গ্রেফতার করে পুলিশ।
দেবনগর ইউনিয়নের হরবাবি গ্রামের বাসিন্দা। আবু হানিফ হানি ওই এলাকার সামসুল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে দেবনগর ইউনিয়নে দুপুরে অভিযান চালানো হয়। ওই দম্পতি হেরোইনের চালান আনার সময় তাদের তল্লাসী চালিয়ে তাদের কাছ থেকে ৯ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। যার হেরোইন মূল্য ৯০ হাজার টাকা। সেখান এলাকাবাসি বারবার এ দম্পতিকে গ্রেফতার করার জন্য জানিয়ে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, আটককৃতরা স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। তারই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও