পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই দিন ব্যাপী দুর্নীতি বিরোধী মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে উপজেলা
অডিটোরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘নৈতিকতার অভাবই দুর্নীতি বিস্তারের প্রধান কারণ’ ও ‘উন্নত বাংলাদেশ গড়তে দুর্নীতি দমনের কোন বিকল্প নেই’ বিষয় নিয়ে অনষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকার, সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াৎ মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুল হক, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মফাকখারুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদা শাহনাজ, একাডেমিক সুপার ভাইজার জহিরুল ইসলাম।
দুই দিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় পীরগঞ্জ উপজেলার মোট ৭টি মাধ্যমিকবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। রবিবার ফাইনাল রাউন্ডে ‘স্মার্ট বাংলাদেশ গড়তে দুর্নীতি দমনের কোন বিকল্প নেই’ এ বিষয় নিয়ে পক্ষ দল হিসেবে পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দল হিসেবে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে।