অনলাইন গ্রæপে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত পোষ্টে মন্তব্যকারীদের দুর্বলতার সুযোগ নিয়ে ভুয়া ডিএসবি পুলিশ পরিচয়ে সহযোগীতার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দিনাজপুরের আশিকুর ইসলাম আশিক নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
আটক আশিকুর ইসলাম আশিক দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর (কাউয়াপাড়া) এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
এসময় পুলিশ সুপার জানান, অনলাইনের মাধ্যমে দেশব্যাপী জাল বিস্তার করে দীর্ঘদিন ধরে আটক আশিক পাসপোর্ট, ভেরিফিকেশন সেবা প্রত্যাশীদের নিকট ভূয়া এসবি পরিচয় দিয়ে পুলিশ ভেরিফিকেশন বাবদ টাকা গ্রহণ করে আসছিল। প্রতারক আশিক ই-পাসপোর্ট বাংলাদেশ ভলেন্টিয়ারে যুক্ত হয়ে গ্রæপে ভেরিফিকেশন সংক্রান্ত পোস্ট বিশ্লেষণ করে কৌশলে তাদের ফেসবুক একাউন্ট ও পাসপোর্ট আবেদন পত্রের কপি থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এরপর ভুয়া এসবি/ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে তাদের সাথে মোবাইল ফোন, ম্যাসেঞ্জার, হোয়াটসএ্যাপসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতা নিরসন ও পজিটিভ পুলিশ রিপোর্ট দাখিলের কথা বলে তারা মোবাইল একাউন্টে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিয়ে নাম্বারটি বন্ধ করে দিতো। তথ্য প্রযুক্তির সহযোগিতায় সদরের বিভিন্ন স্থানে কোতোয়ালী পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ভুয়া পুলিশ পরিচয়দানকারী চক্রের সদস্য আশিকুর ইসলাম আশিককে তার বাড়ী থেকে আটক করে। প্রতারক আশিকের নগদ একাউন্টের স্টেটম্যান্ট পর্যালোচনায় গত ৬ মাসে এই একাউন্টের মাধ্যমে প্রায় ১১ লাখ টাকা ও রকেট একাউন্টের মাধ্যমে ১ লাখ ২২ হাজার ৯৪ টাকা আত্মসাৎ করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।