জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিনত করা তারই কন্যা তা বাস্তবায়ন করছেন। একের পর এক সেই স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে। দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়ন শীল দেশে পরিনত করেছে। ডিজিটাল বাংলাদেশে পরিনত করেছে। সকল ক্ষেত্রেই উন্নয়ন করেছে। এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। যা আমাদের সকলের সহযোগিতায় বাস্তবায়ন করতে হবে। ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়েছে সরকার। ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে সরকার। স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এ দেশ হবে উন্নত দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশকে আর পিছিয়ে যেতে দেবে না। তিনি বলেন, শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, যোগাযোগ ব্যবস্থার ব্যপক উন্নয়ন করেছে। গ্রাম শহরের পরিনত হয়েছে। মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের মাজে ১১১ রকমের ভাতা শেখ হাসিনা দিয়ে আসছেন।
সোমবার ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের আটোর মোহাম্মাদীয়া ফাযিল(¯œাতক) মাদরাসার নবনির্মিত চারতলা ভীতসহ চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকারের সভাপতিত্ব বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহীনুর ইসলাম, সহকারি প্রকৌশলী আব্দুল আউয়াল, ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক চৌধুরী, ১০নং কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহচান হাবিব সরকার, মাদরাসার অধ্যক্ষ আহসান হাবিব প্রমুখ।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে সহযোগিতা করতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াবে বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মকে নতুন স্বপ্নে উজ্জীবিত করতে হবে। তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্খিত স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মান সহজ হবে। তিনি বলেন, আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতসহ সকল খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর হবে।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা ও উন্নত বাংলাদেশ বিনির্মানে রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। আর এই রোডম্যাপের পিলার হচ্ছে চারটি- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্ন্যান্স। ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ১৪টি সিদ্ধান্ত স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক মোঃ রুস্তম আলী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, বীরমুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, কেবিএম কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল হুদা। সঞ্চালনে ছিলেন প্রভাষক দিনাজপুর টেকনিক্যাল কলেজ হারুন উর রশীদ।