রবিবার , ৩০ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মনোরঞ্জন শীল গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৩০, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর হরি মন্দির কমিটির উদ্যোগে দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এর দ্রুত সুস্থ্যতা কামনায় পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই -২০২৩) সন্ধ্যায় মহাদেবপুর হরিবাসর প্রাঙ্গণে এই পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন মহাদেবপুর হরিবাসর কমিটির সভাপতি অতুল চন্দ্র রায় মহন্ত, সাধারণ সম্পাদক দিজেন্দ্র নাথ রায়, কোষাধ্যক্ষ গোবিন চন্দ্র রায়, সহ-কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র রায় (মাস্টার) কৃষ্ণ চন্দ্র রায়, সুরেশ চন্দ্র রায়,সেবায়ত আশানন্দ আধিকারী,কেদার নাথ রায়, রমেশ রায়, খগেন রায়,প্রবাল রায়,অরুন রায়,গোপাল অধিকারী,লিটন রায়,আন্ধারু রায়,পরিতোষ অধিকারীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত। মনোরঞ্জন শীল গোপাল এমপি যাতে দ্রুত সুস্থ হন এবং বীরগঞ্জ-কাহারোলের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে পারেন সেই কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা ভজ হরি চক্রবর্তী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য পীযুষ রায়।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত