শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে গরুর দাম কমে যাওয়ায় বিপাকে মালিক-খামারিরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৫, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: গরুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাবের প্রভাবে বিভিন্ন হাট-বাজারে দাম কমে যাওয়ায় গরু মালিক ও খামারিরা আতঙ্কিত হয়েছেন। এ রোগের কারণে হাট-বাজারে ক্রেতা শুন্য ও গরুর দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।
কয়েক মাস ধরে চিরিরবন্দর উপজেলায় গরুর লাম্পি স্কিন (এলএসডি) রোগ দেখা দিয়েছে। গবাদি পশু বাঁচাতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিংয়ের পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চিরিরবন্দরের বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন, উঠান বৈঠক ও টিকাদান কর্মসূচি পালন করছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, চিরিরবন্দরের ১২টি ইউনিয়নে ১৮৮টি গরু লাম্পি স্কিন (এলএসডি) রোগে আক্রান্ত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সরফরাজ হোসেন জানান, লাম্পি স্কিন (এলএসডি) রোগে আক্রান্ত এসব গরুকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ৭টি গরু মারা গেছে।
আলোকডিহি ইউপির গছাহার গ্রামের নুরনবী জানান, বাড়িতে বাছুরসহ ৪টি গরু রয়েছে। সাদা রঙের বাছুরটি কয়েকদিন ধরে ঠিকমতো খাচ্ছিল না। দেখে গেল বাছুরটির শরীরে কিছু গুটি। স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিই। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করে বাছুরটির উন্নত চিকিৎসা নিই। বর্তমানে বাছুরটি সুস্থ হয়েছে।
গরুর ব্যবসার সাথে জড়িত মো.আফতাবউদ্দিন জানান, লাম্পি স্কিন ভাইরাসের জন্য গরুর মৃত্যুর ভয়ে বিক্রি কমে গেছে। এ রোগের কারণে হাটে ক্রেতা শুন্য ও গরুর দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। হাটে ক্রেতা কম থাকায় প্রতিটি গরুর দাম ৪-৫ হাজার করে কমে গেছে।
পশুর পল্লী চিকিৎসক মো. জামালউদ্দিন ও ফয়জুল হক জানান, লাম্পি স্কিন (এলএসডি) রোগে আক্রান্ত গরু প্রথমদিকে কিছুই খেতে চায় না। শরীরে জ্বর আসে। জ্বরের সাথে গরুর নাক-মুখ দিয়ে লালা বের হয় এবং পা ফুলে যায়। এরপর পুরো শরীরে দেখা দেয় প্রচুর গুটি বা চাকা। আস্তে আস্তে শরীরের লোম উঠে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষত শরীরের চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবু সরফরাজ হোসেন জানান, লাম্পি স্কিন (এলএসডি) রোগ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। মশা ও মাছির মাধ্যমে এ রোগ বেশি ছড়ায়। গরু মালিকদের আক্রান্ত গরুকে মশারির ভিতরে রাখার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহা সমারোহে বর্ষবরণ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বিকাশ কর্মকারের বিদ্যুৎ চালিত হ্যামার

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে ৬দিন আমদানি রপ্তানি বন্ধ

পীরগঞ্জে ভিক্ষুক পূর্নবাসনে রিক্সা-ভ্যান প্রদান

মৃত্যুহীন দিন কেটেছে বীরগঞ্জের ঘোষপাড়া গরু খামারে

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

কনকনে শীতে উষ্ণতার পরশ দিতে দিনাজপুরে শীতবস্ত্র উপহার

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ঢুকে নারীকে মারধর করে টাকা লুট !

বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি : মুজিববর্ষে কোটি টাকা পাচ্ছে দরিদ্র মেধাবী ১৭ শিক্ষার্থী

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায়