শুক্রবার , ১১ আগস্ট ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেইরী ক্যাসেল ফার্ম পরিদর্শনকালে ড. নাহিদ রশীদ প্রাণি সম্পদের উন্নয়নে বর্তমান সরকার যথেষ্ট অন্তরিক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১১, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ বলেছেন, প্রাণি সম্পদের উন্নয়নে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক। তৃণমূল পর্যায়ে “ডেইরী ক্যাসেল” ফার্মের মত একটি গাভীর ফার্ম থাকতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। আমরা জানি এইসব ডেইরী ফার্মের অনেক সমস্যা রয়েছে তা সমাধানের জন্য আমাদের এখানে আসা। বাস্তবচিত্র দেখে গেলাম এবং আমরা সন্তুষ্ট হয়েছি। আমার বিশ্বাস সরকার এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়াবে।
মঙ্গলবার বিকেলে বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের খৈইলতৈর গ্রামে বাংলাদেশ সরকারের প্রাণি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত “ডেইরী আইকন” পদক প্রাপ্ত প্রতিষ্ঠান ডেইরী ক্যাসেল ফার্ম পরিদর্শনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ডেইরী ক্যাসেলের স্বত্ত¡াধিকারী ও পাবনা সুইটস এর স্বত্ত¡াধিকারী শ্যামল কুমার ঘোষ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ এমদাদুল হক তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব শাহিনা ফেরদৌসী, যুগ্ম সচিব নিলুফার আক্তার, সিটিসি-এলডিডিপি ড. মোঃ গোলাম রাব্বানী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মুফতি মাহামুদ উল্লাহ মারুফ। এছাড়া দিনাজপুরের সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, জেলা ভ্যাটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা, বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার, বিরল প্রাণিসম্পদ অফিসার ড. শফিউল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, পরিচালক মোছাদ্দেক হুসেন ও সুজা-উর-রব চৌধুরী, রেস্তোঁরা মালিক সমিতির সাধারন সম্পাদক মাজেদুর রহমান দুলাল, দিনাজপুর ডেইরী এসোসিয়েশনের সভাপতি শেখ নাসিম কচি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। ডেইরী ক্যাসেল ফার্মের পরিবারের সদস্যদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রক্তদানে উৎসাহিত করতে দিনাজপুরে মেডিকেল ক্যাম্প

আগামী পাঁচ বছরে দেশের দারিদ্রতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদন্ড

ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার  এক শিক্ষার্থী বহিষ্কার

ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থী বহিষ্কার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সন্মেলন সম্পন্ন

মসজিদ সামনে থেকে ১ লক্ষ ৬৩ হাজার টাকা চুরি।

বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির গঠন

বিরলে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু

বিরলে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত