বৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদ সামনে থেকে ১ লক্ষ ৬৩ হাজার টাকা চুরি।

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ৬, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডঙ্গীতে এক মুসল্লির ১ লক্ষ ৬৩ হাজার টাকা চুরি হয়েছে।
৫ জানুয়ারি বুধবার মাগরিব ওয়াক্তে বালিয়াডাঙ্গী ওয়াবদা মসজিদের বারান্দার গ্রীল সংলগ্ন এরিয়া থেকে ১ লক্ষ ৬৩ হাজার টাকা চুরি সংঘটিত হয়।
বালিয়াডাঙ্গী পল্লীবিদ্যুৎ সংলগ্ন বাসা ধানচাল, গম ও ভুট্টা ব্যবসায়ী আকতারুজ্জামান(সাংবাদিক) জানান, আমি ঠাকুরগাঁও রোড থেকে এসে দ্রুত ওয়াবদা মসজিদে মাগরিব ওয়াক্তের নামাজ পড়ি। ওজুসেরে ভুল ও বেখেয়াল বসত টাকার ব্যাগ ও পরনের জ্যাকেট বাইকের হেন্ডেলে রেখে যায়। নামাজ শেষে দেখি আমার মোটরসাইকেলে থাকা ব্যাগের চেইন খুলে ১,৬৩,০০০/- চুরি করে নিয়ে যায়।
ওই মসজিদের মুসল্লীগণ চুরির বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখ জনক বলে জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত