শনিবার দিনাজপুর গণেশতাস্থ জেলা কার্যালয়ে ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক দয়রাম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কমিটির কার্যকরী সভাপতি মোঃ ফরহাদ রহমান খোকন, সহ-সাধারণ সম্পাদক এস.এম. আজহার রেজা মাষ্টার, সুবীর চক্রবর্তী ছোটন, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ নারারায়ণ ভট্টাচার্য্য, সাবেক সভাপতি সাইদুর রহমান, সদস্য -মসলেম উদ্দিন মাষ্টার, আজাহার আলী প্রমুখ।
এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে জেলা কার্যালয়ে সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারন, র্যালিসহ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।অতঃপর জেলা কার্যালয়ে ফিরে মিলাদ মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।