কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে-মূল্যের বাজার মনিটরিং-এর সময় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ভোক্তাদের নিকট থেকে পণ্যের অতিরিক্ত মূল্যে নেওয়ার অভিযোগে সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১০ মাইল বাজারে এক মুদির দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। তিনি গতকাল সোমবার ২১ অক্টোবর’২৪ বিকাল ৫ টার দিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং করার সময় উপরোক্ত অর্থদন্ড দিয়েছেন বলে জানা যায়।