বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১২টায় সেতাবগঞ্জ স্কুলরোডস্থ বড়মাঠ সংলগ্ন শাহাদত মার্কেটে মেট্রো এক্সপ্রেস ও পার্সেল সার্ভিসের শুভ উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিসের সিইও মোঃ সাইফুল ইসলাম, এজিএম টপু রায়হান, ডিজিএম পিযুস কান্তি সরকার ও এজেন্সি মালিক তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেতাবগঞ্জ মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিস এখন থেকে বোচাগঞ্জ হতে দেশের যে কোন জায়গায় ডকুমেন্ট, পার্সেল সহ বিভিন্ন মালামাল তাদের নিজম্ব পরিবহনে দ্রæত পৌঁছাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।