বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা ৬ ইউপি চেয়ারম্যানের আবারো বর্জন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা আবারো বর্জন করেছে ৬ ইউপি চেয়ারম্যান। এমনকি গত সভার মত এই সভায়ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে অনুপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। এর আগে সমন্বয়হীনতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জানুয়ারী মাসেও মাসিক সভা বর্জন করেছিল ইউপি চেয়ারম্যানরা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে সরেজমিনে উপজেলা পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে গিয়ে দেখা যায়, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে ও ইউএনও রাশিদা আক্তারের সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণ। তবে সমন্বয়হীনতা ও মূল্যায়ন না করার অভিযোগে এই মাসিক সভায় উপজেলার আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী ও ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন না।
ইউপি চেয়ারম্যানের সাথে কথা হলে তাঁরা জানান, ইউনিয়ন পরিষদের মতামত ও ভিডবিøউবি ইউনিয়ন কমিটির সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষর ছাড়াই ইউএনও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউপি সচিব খানসামা উপজেলায় চূড়ান্ত হওয়া ভিডবিøউবি কর্মসূচীর ২৬৫৯ জনের তালিকা সংশোধন করার দাবিতে গত ১০ জানুয়ারী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ৪ ঘন্টা অবরুদ্ধ করেছিল ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যারা। পরে ওসি চিত্তরঞ্জন রায়ের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে এই উদ্ভুত পরিস্থিতির সুরাহা না হওয়া পর্যন্ত মাসিক সভাসহ উপজেলা প্রশাসনের সকল কাজ ও জানুয়ারী মাসের মাসিক সমন্বয় সভা বর্জন করেছিলেন ৬ ইউপি চেয়ারম্যান।
ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোখলেসুর রহমানের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে ৬ ইউপি চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়। এতেও ইউএনও ও উপজেলা চেয়ারম্যান কোন পদক্ষেপ গ্রহণ করেনি তাই নিরুপায় হয়েই এ মাসেও মাসিক সভা বর্জন করেছি। উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও ৩নং আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ্ বলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের মধ্যস্থতায় বৈঠকে বিষয়টি সমাধানের জন্য নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্টদের কোন উদ্যোগ নেই তাই বাধ্য হয়ে সভা বর্জন করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার তাঁর বক্তব্যে বলেন, ভিজিডি ইস্যু আইন অনুযায়ী সমাধান করার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে তবুও মাসিক সভায় ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণ আমার বোধগম্য নয়। তাঁদের কোন বলার থাকলে সভায় উপস্থিত থেকে বললে সমাধানের পথ বেরা করা যায়। উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, জনপ্রতিনিধিদের আরো দায়িত্বশীল হতে হবে। সভা বর্জন না করে কোন দাবি থাকলে আমাদের জানালে সেটি অবশ্যই সমাধান হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অবিরাম প্রবল বর্ষণে আগাম শীতকালীন সবজির ক্ষতি আশঙ্কা

ঠাকুরগাঁওয়ে গৃহহীন ও ভূমিহীন পরিবার পুণর্বাসনে ট্রাস্কফোর্স কমিটির সভা

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে আব্দুল মজিদ আপেল বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত

​রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

সিসি ক্যামেরার আওতায় নতুন রূপে সজ্জিত হলো বীরগঞ্জ পৌরসভা

পীরগঞ্জে আদর্শ ক্লাবের ভিত্তি প্রস্তর উদ্ধোধন

শিক্ষার্থীরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে -রমেশ চন্দ্র সেন

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সদর ইউএনও ফয়সাল রায়হান

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে ৩ মাদকসেবীর জেল

বিরলে নতুন ঘরে উঠতে যাচ্ছেন ৯২ বছর বয়সী ভূমিহীন কামবালা বেওয়া