জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জাতিরজনকের মুর্যালে দিনাজপুর প্রেসক্লাবের সাংবাদিকরা শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে ।
১৫ আগষ্ট মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব চত্বতের স্থাপিত জাতিরজনকের মুর্যালে প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ও সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সাংবাদিকরা। শ্রদ্ধাঞ্জলী শেষে সংক্ষিপ্ত সাংবাদিক সমাবেশে প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন,স্বাধীনতা বিরোধী চক্র এখনো স্বক্রীয় এবং ষড়যন্ত্রের জাল বুনছে,তাই আমাদের সাংবাদিক সমাজকে প্রতিনিয়ত সর্তক ও সজাগ থাকতে হবে। তিনি বলেন, কোনোভাবেই যাতে স্বাধীনতা বিরোধী অপশক্তিেেক কোনোরূপ চক্রান্ত করার সুযোগ না পায়। জাতিরজনকের স্বপ্ন সোনার বাংলাকে অত্যাধুনিক ডিজিটাল ও র্স্মাট বাংলাপদেশ বির্ণিমানে অক্লান্ত পরিশ্রম করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতা আজ আমাদেরকে বর্হিবিশ্বে স্বমহিমায় দাঁড় করেছে,আমরা অনেক কিছুতে বিশ্বের কাছে এখন রোল মডেল এ পরিনত হয়েছে। এদেশের পরতে পরতে তিনি উন্নয়নের ছোয়া লাগিয়ে চলেছেন যা ইতিমধ্যেই দৃশ্যমান হয়ে উঠছে এবং আমরা দেশবাসী তা ভোগ করতে পারছি,তাই আমাদেরকে তার পাশে থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশ গঠনে কাজ করে যেতে হবে।
এসময় দিনাজপুর প্রেসক্লাবের সহ: সভাপতি কংকন কর্মকার, সাধারন সম্পাদক গোলাম নবী দদুলাল, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আজহারুল আজাদ জুয়েল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, ক্রীড়া সম্পাদক বেলাল উদ্দীন শিকদার রুবেল, সাংস্কৃতিক সম্পাদক ফখরুল হাসান পলাশ, তথ্য ও গবেষনা সম্পাদক কৌশিক বোস, নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, সাংবাদিক সালাহ উদ্দীন আহমেদ, মুকুল চট্টোপাধ্যায়, আবুল কাশেম, ইফতেখার আহম্দে পান্না, মাসুদ রেজা হাই, তনুজা শারমিন তনু, মোফাস্সিরুল রাশেদ মিলন, শীশ নবী মন্ডল, সুবীর চক্রবর্ত্তী, মো:গোলাপ হোসেন, রাজু বিশ্বাস, ক্লাবের কেয়ারটেকার ছবিলাল সরকার, লক্ষন সরকার ও সমির সরকার প্রমুখ শ্রদ্ধাঞ্জলী অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।