ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণকালে এসি ল্যান্ড সাথী দাস
বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি
বিপদে প্রকৃত বন্ধুর মতো উপকার করে
দিনাজপুর সদর এসি ল্যান্ড সাথী দাস বলেছেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বিপদে প্রকৃত বন্ধুর মতো উপকার করে। এছাড়া ফলজ গাছ শিশুদের পুষ্টিবৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখে। লেবু শরীরে ভিটামিন ‘সি’র ঘাটতি পূরণ করে। বাড়ীর আশেপাশে জমি ফেলে না রেখে প্রতিবছর অন্ত্যতঃ ৫টি করে গাছ রোপন করুন।
“গাছ লাগান, স্বপ্ন বুনুন”-এই শ্লোগানকে সামনে রেখে রবিবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের খাটাং আদিবাসী পাড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে আম গাছের চারা, কাঁঠাল গাছের চারা ও লেবু গাছের চারা বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্ম। অনুষ্ঠানে ৩৬শ গাছ ২৬টি পরিবারের মাঝে ৩টি করে মোট ১০হাজার ৮শ ৭২টি কাঁঠাল, লেবু ও আম গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে কর্ণাই আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে জয় বাংলা পল্লী’র ১শ ৩১টি পরিবারের সদস্যদের মাঝে গাছ বিতরণ করা হয়।
এসময় চেহেলগাজী ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সার্ভেয়ার আবু দাইয়ানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।