মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের দৌলতপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিপ্লবী সংঘের উদ্দ্যোগে ২দিন ব্যাপী আলোসনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিদ্যালয় মাঠে বিপ্লবী সংঘের সভাপতি কামাল হাসান বিপ্লব এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনম বজলুর রশিদ কালু বলেছেন, এই দিনে পাকহানাদার বাহীনির আত্ম সমর্থনের মাধ্যমে আমাদের এই বিজয় অর্জন হয়েছিল। ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি ২৬ শে মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দিয়ে রনাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেনা। দীঘ ১৫ বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করে প্রচার করা হয়েছে। বীর শ্রেষ্ঠ বীর উত্তম খেতাপ পেয়েছে এরকম অনেক মুক্তিযোদ্ধাদের অসম্মান করে তাদের খেতাপ কেরে নেওয়া হয়েছে। তাই আগামী প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। ক্লাবের সদস্য মাসুম রেজার সভাপতিত্বে এছাড়াও এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহান পারভেজ, উপজেলা যুবদলের আহবায়ক সুমন চৌধুরী ও সদস্য সচিব রায়হান রুবেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার প্রমুখ। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাজেদুর রহমান পাপ্পু, ক্লাবের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।