রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধু একটি মানুষকে হত্যা করা হয়নি,বরং একটি জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছে — সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২৭, ২০২৩ ৭:২৬ পূর্বাহ্ণ

বিশিষ্ট শিক্ষাবিদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর, বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান প্রফেসর ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী একজন মহামানব। তার নেতৃত্বে দেশের সবস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তার ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ মন্ত্রে উদ্দীপ্ত হয়েই সর্বস্তরের জনগণ দেশ স্বাধীন করেছে।
সাবেক এই উপাচার্য বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধু একটি মানুষকে হত্যা করা হয়নি, বরং একটি জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব এম আব্দুর রহিম মিলনায়তনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক একথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক যে আদর্শ নিয়ে জীবন গড়েছেন সেই আদর্শে দীক্ষিত হয়েই আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুকে আরো বেশি করে জানতে হবে ।বঙ্গবন্ধু শিশুদের কথা চিন্তাা করে তাদের জন্য প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। যুদ্ধের সময় যারা ভূমিষ্ঠ হয়েছে তাদেরকে যুদ্ধ শিশু হিসেবে বিবেচনা করেছেন। তাদের জন্য যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় তার ব্যবস্থা করেছেন বলে উল্লেখ করেন আরেফিন সিদ্দিক।
সচতেন নাগরিক কমিটির ভারপ্রাপ্ত আহŸায়ক দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা,যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল, দিনাজপুর জেলা বঙ্গবন্ধু পরিষদ এর সাধারন সম্পাদক সফিকুল ইসলাম ,জেলা যুবলীগসভাপতি রাশেদ পারভেজ, আওয়ামীলীগ নেতা রায়হান কবীর সোহাগ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সমন্বয়ক এডভোকেট সৈকত পাল। সঞ্চালনা করেন হারুন।
আলোচনা সভার শুরুতেই শোকাবহ আগস্ট উপলক্ষ্যে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের ওরশ ৮ মে

দিনাজপুরে ফেন্সিডিলসহ আটক-১

বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

অবৈধ পারাপার ও মাদক চোরাচালান বন্ধে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির নির্দেশে বোচাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও অর্থের চেক বিতরন

চিরিরবন্দরে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড সমাপ্ত

হরিপুরে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন

মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় দিনাজপুর জেলার ৩ জনকে সম্মাননা

হাবিপ্রবির ভিসির “প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ” অ্যাওয়ার্ড লাভ

সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার জনপ্রশাসন পদক পেলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও মামুন