জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, “স্বাধীনতা পদক” প্রাপ্ত, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট এম আব্দুর রহিম এর ৭ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।
প্রয়াত জননেতার ৭ম মৃত্যুবার্ষিকী পালনে প্রতিবছরের ন্যায় এম.আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, দিনাজপুর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সোমবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল সাড়ে ১০টায় সদর সদর উপজেলার জালালপুরে মরহুম এম আব্দুর রহিম এর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। শ্রদ্ধাঞ্জলি শেষে বেলা ১২টায় মরহুমের কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সোমবার বিকাল ৪টায় মরহুম এম আব্দুর রহিম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্মরন সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৪সেপ্টেম্বর সর্বজন শ্রদ্ধেয় এ্যাডভোকেট এম. আব্দুর রহিম ইন্তেকাল করেন।