মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর ইনষ্টিটিউটের উদ্যোগে
সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫
প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
আগামী মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গণে সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করবে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম সেবা) ও জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখবেন দিনাজপুর ইনষ্টিটিউটের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী। এসএসসি জিপিএ-৫ সম্মাননা বাস্তবায়ন কমিটি’র আহবায়ক শহিদুর রহমান পাটোয়ারী (মোহন)। সদস্য সচিব মোঃ আতিকুর রহমান নিউ বলেন, দিনাজপুর ইনষ্টিটিউট একটি সামাজিক মূলক সংগঠন। এই সংগঠনের অনেক ঐতিহ্য রয়েছে। তারই ধারাবাহিকতার কারণে শিক্ষার্থীদের প্রেরণা এবং উৎসাহিত করতে এই বিশাল আয়োজন আমরা হাতে নিয়েছি। আগামীতে আমরা এ ধরণের অনেক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করবো। এ ব্যাপারে দিনাজপুরবাসী আমাদের সহযোগিতা করবেন।