বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা চাউলকল মালিক বহুমুখী সমবায় সমিতির লিঃ এর নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে আলহাজ¦ মোঃ আলতাফুর রহমান সভাপতি ও মোঃ ফরহাদ মতিন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উপজেলা সমবায় অফিসার মোঃ জয়নাল আবেদীন ও মোঃ মঞ্জুরুল ইসলাম উক্ত সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। সমবায়ী সংবিধান মতে সকল বিধি মেনে প্রতিটি পদে একের অধিক প্রার্থী না থাকায় উপজেলা চাউলকল মালিক বহুমুখী সমবায় সমিতির লিঃ এর সদস্য বৃন্দের প্রার্থীতা প্রত্যাশিদের নির্বাচিত ঘোষনা করা হয়। সভাপতি আলহাজ¦ মোঃ আলতাফুর রহমান, সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন মানিক, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন, সদস্য যথাক্রমে মোঃ আবুল কালাম আজাদ রিপন মোল্লা, মোঃ গোলাম মোস্তফা, মোঃ নওসাদ আলী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহনেয়াজ পারভেজ শাহান, মোঃ সাইদুর রহমান, মোঃ সাহেদুল ইসলাম হারেসুল ও মোঃ হাসান আলী। ৩ সেক্টোম্বর রবিবার বেলা ১২টায় ১২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি তাদের সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় দায়িত্বভার গ্রহন করেন। এসময় সাবেক সভাপতি মোঃ লিয়াকত আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।