মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় জেলা পর্যায়ে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন দিনাজপুরের জেলা প্রশাসক।
দিনাজপুরের ১৩টি উপজেলায় প্রাক-প্রাথমিক শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৪লাখ ৯২ হাজার ১৩৯ জন। এবার দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয়ের জন্য মোট বই বরাদ্দ হয়েছে ২০লাখ ৭০হাজার ৩৮৫সেট।
সোমবার সকাল ১১ টায় দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সভাপতি শাকিল আহমেদ বক্তব্য রাখেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আখের আলী সুজন। শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেন।
পশ্চিম বালুয়াডাঙ্গা প্রাথমিক
দিনাজপুরে বইয়ের পাশাপাশি নতুন ব্যাগ পেলেন প্রাথমিকের ৩৭৮জন শিশু শিক্ষার্থীরা। এসময় বইয়ের পাশাপাশি নতুন ব্যাগ পেয়ে খুবই আনন্দিত তারা। এসকল শিশু শিক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র পরিবারের সদস্য বলে জানা গেছে।
সোমবার সকালে দিনাজপুর সদরের পশ্চিম বালুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও স্কুলব্যাগ বিতরণ করা হয়। বই উৎসব ২০২৪ এ সরকারি ভাবে বই বিতরণ করা হলেও স্থানীয় সমাজসেবক তরুন উদ্দ্যোমী যুবক মো: জিল্লুর রহমানের উদ্যোগে সরকার প্রদত্ত নতুন বইয়ের সাথে প্রত্যেক শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
নতুন বই ও নতুন স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো : শফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: শাহাদৎ হোসেন প্রমূখ।
পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রতিবছরের মত এবারো বছরের প্রথম দিনে দিনাজপুর জেলায় প্রাথমিক,মাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে ।এরি ধারাবাহিকতায় পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের বই তুলে দেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার ।
পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রনজিত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর আশরাফুল আলম রমজান প্রমুখ।সঞ্চালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন ।এসময় স্কুলের ৩৩৬জন শিক্ষার্থীকে বই তুলে দেয়া হয় ।
ঐতিহ্যবাহী বাংলা স্কুল
সোমবার দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য প্রশান্ত রায় চৌধুরী জুন, মোঃ ওয়াহেদুল রহমান ওহেদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ আকতারুল ইসলাম রাঙ্গা, মাওলানা ওহেদুজ্জামান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সিনিয়র সহকারী শিক্ষক শাহ্ আলম। সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম বলেন শিক্ষার্থীদের পড়াশুনা ও ফলাফল সাফল্য পায় শিক্ষকদের, অভিভাবকদের ও শিক্ষার্থীদের সমন্বয়ে। সে কারণেই আমরা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছি।
হলিল্যান্ড কলেজ
নতুন বই হাতে সন্তানের উচ্ছাস দেখে অভিভাবকদের চোখে মুখেও আনন্দ ভর করছে। একটি জাতি এগিয়ে যাওয়ার প্রথম শর্ত হলো সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা। শিক্ষার প্রধান অনুসঙ্গ হচ্ছে বই। তাই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার বিষয়টি বর্তমান সরকার নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখেন। সোমবার দিনাজপুর হলিল্যান্ড কলেজের স্কুল শাখায় বই উৎসব অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। হলিল্যান্ড কলেজ-এর অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান-এর সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর মো. আব্দুর রৌফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার মো. আবুল কালাম আজাদ, হলিল্যান্ড কলেজের সহ-সভাপতি সায়েম আহমেদ মিঠু, ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন খোকন ও উপদেষ্টা মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন হলিল্যান্ড কলেজের সহ উপাধ্যক্ষ মো. দেলাওয়ার হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক তাসনুভা ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মো. জুবাইর আহমেদ ও গীতা পাঠ করেন আরিয়ার রায়। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই ও রজনীগন্ধার স্টীক তুলে দেয়া হয়।
চেহেলগাজী স্কুল এন্ড কলেজ
দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী চেহেলগাজী শিক্ষা নিকেতনে (স্কুল এন্ড কলেজ) বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বছরের প্রথমদিন সোমবার সকালে শহরের সুইহারিতে চেহেলগাজী শিক্ষা নিকেতন (স্কুল এন্ড কলেজ) প্রাঙ্গণে আয়োজিত বই উৎস অনুষ্ঠিত হয়।
বই উৎসবে চেহেলগাজী শিক্ষা নিকেতন (স্কুল এন্ড কলেজ) এর অধ্যক্ষ মো. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু।
স্কুলের ক্রীড়া শিক্ষক মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য কপিলেশ^র বসাক, দাতা সদস্য আলহাজ¦ সাব্বির আহমেদ সুজন, সদস্য মো. এনামুল হক, সন্দীপ বসাক, শহিদুল ইসলাম।
বক্তব্যশেষে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি।
শহীদ কর্ণেল কুদরত ইলাহী পাবলিক স্কুল ও কুঠিবাড়ীবিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
সোমবার সারা দেশে একসাথে একযোগ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ২০২৪ উদযাপন করা হয়েছে।
এই ধারাবাহিকতায় দিনাজপুরে শহীদ কর্ণেল কুদরত ইলাহী পাবলিক স্কুল ও কুঠিবাড়ী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব-২০২৪ উদযাপন করা হয়েছে। অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত নতুন বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই প্রদান করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার, শহীদ কর্ণেল কুদরত ইলাহী পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ মাছুমা বেগম ও কুঠিবাড়ী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেন সহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়
দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম বলেছেন, নতুন বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া বর্তমান আওয়ামী লীগ সরকারের একটি সফল স্বার্থক এবং প্রশংসনীয় উদ্যোগ।
সোমবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম এ কথা বলেন। বই উৎসবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসউদ আলম, সহকারী প্রধান শিক্ষক সুরেষ কুমার সিংহ, সিনিয়র শিক্ষক বাবুল হোসেন প্রমুখ।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃসারা দেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়, ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
সোমবার সকালে নুরজাহানপুর অবঃ সাময়িক কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসবের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, নুরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার কন্ঠ সহ অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই—রেলপথ মন্ত্রী

মেধা বিকাশে পাঠাগারের কোন বিকল্প নেই …………….. এমপি জাহিদুর

দিনাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

পঞ্চগড়ে মুক্তাকে আ.লীগের মনোনয়ন দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে বিনামুল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন

পীরগঞ্জে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন

সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভূমিকা অপরিসীম ,বক্তব্যে বললেন- সদর উপজেলা চেয়ারম্যান– টিটো

মডেকিলেে চান্স পয়েওে র্ভতরি অনশ্চিয়তায় শারমনি আক্তার

দেশকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বন্ধুকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড