পীরগঞ্জ প্রতিনিধি ঃ বৈধ কাগজ পত্র না থাকা, প্যাথোলজিক্যাল পীরক্ষার মেয়াদ উর্ত্তীণ রি-এজেন্ট রাখা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সহযোগীতায় সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান জানান, বৈধ কাগজ পত্র না থাকা এবং পরীক্ষাগারে মেয়াদ উর্ত্তীণ রি-এজেন্ট রাখা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে স্বাস্থ্য কেন্দ্রের সামনের গেøাবাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক ওমর ফারুককে ৮ হাজার, হিমালয় ডায়াগনস্টিক সেন্টারের মালিক মহিদুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকা, কাগজ পত্রে ত্রটি এবং পরীক্ষাগারে সাপোজিটরী (ওষুধ) রাখার অপরাধে মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের লিমনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রম্যমান আদালত।
সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, মান সম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরণে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।