সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাড়ি চোর চক্রের মূলহোতা রাজ্জাক গ্রেপ্তার!

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাড়ি চোর চক্রের মূলহোতা রাজ্জাক (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানামূলে উপজেলার রংপুরিয়া মার্কেট এলাকা থেকে গাড়ি চোর চক্রের মূলহোতা রাজ্জাককে গ্রেপ্তার করা হয় ।

আটক রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের ভাণ্ডারা এলকার মৃত- মকবুল হোসেনের ছেলে এবং পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান,
মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। সে
দীর্ঘদিন ধরে আশপাশের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি চুরি করে আসছিল। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ৪৩টি মামলা রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও