মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো চালু হলো সিজারিয়ান অপারেশন। আটোয়ারী মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেলে এক প্রসূতি মায়ের সিজার সম্পন্ন করার মধ্য দিয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোছা: শায়লা সাইদ তন্বী, এনে¯েথসিয়া কনসালটেন্ড ডাঃ বিশ^জিত কুমার, গায়নি কনসালটেন্ড ডাঃ নাহিদ সিদ্দিকা, আরএমও ডাঃ জাহিদ হাসান, মেডিকেল অফিসার ডাঃ সাফায়াত লসকর ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে সার্জিকাল চিকিৎসক ও এনে¯েথসিয়া চিকিৎসক না থাকায় প্রসুতিদের সিজার সহ অন্যান্য অপারেশন কার্যক্রম দীর্ঘ দিন থেকে বন্ধ ছিল। ফলে মানুষ শতভাগ স্বাস্থ্য সেবা পেত না। পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী যোগদানের পর থেকে জেলায় সিজার কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহন করেন। এছাড়াও সামগ্রিকভাবে পঞ্চগড়ে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে তিনি যুগোপযোগি নানা উদ্যোগ হাতে নিয়েছেন। যোগদানের পর স্বল্প সময়ে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সর্ব সাধারণের কাছে।