হাকিমপুর প্রতিনিধি\ দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি রেলস্টেশনের সব কার্যক্রম শুরু হয়েছে। গত রোববার সকল ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেন হিলিবাসী। তাতে নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ, যার প্রেক্ষিতে দ্রæত স্টেশনটি সচল করতে লোকবল দিয়েছে কর্তৃপক্ষ। স্টেশন কার্যক্রম শুরু হয়েছে, পাশাপাশি ঢাকাগামী ট্রেনের স্টপেজ দেওয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশনের বর্তমান কর্তব্যরত স্টেশন মাস্টার সাইফুল ইসলাম।
তিনি বলেন, গত রোববার স্টেশনের কার্যক্রম, সব ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশনের আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। যার প্রেক্ষিতে রেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন এই স্টেশনের কার্যক্রম শুরু করতে। তাই মঙ্গলবার আমরা স্টেশন মাস্টার, বুকিং মাস্টার ও পয়েন্টম্যান এসেছি। যেহেতু দীর্ঘদিন স্টেশনটি বন্ধ ছিল তাই সব পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করছি আগামীকাল থেকে কার্যক্রম চালু করা হবে।