বিকাশ ঘোষ , বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অগ্রগতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তাকে আটকে রাখতে পারে। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশের উন্নয়নে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ২০২৩) রাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে দেউলী আরাজী লস্করা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেউলী আরাজী লস্করা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কর্ণমোহন অধিকারী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, ,শিবরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি তপন কুমার রায়, সাধারন সম্পাদক মো. রেজা আনোয়ার সাদাত, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টার ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্ক রাহা বাপ্পি।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন দেউলী আরাজী লস্করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেম হরি সেন।
এদিকে শিবরামপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি গোপাল।