দিনাজপুর প্রতিনিধি \
স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে দিনাজপুরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি।
বুধবার বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দান থেকে শত শত মোটরসাইকেল নিয়ে বিএনপির নেতাকর্মীরা এক বিশাল যাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোর এ শহীদ বড় ময়দানে গিয়ে শেষ হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগিদের বিচারের দাবিতে বিভিন্ন ¯েøাগান দেয়।
মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বিএনপি নেতা কর্মী পানিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
মোটরসাইকেল শোভাযাত্রায় জেলা বিএনপি সিনিয়ার সহ-সভাপতি মুকাররাম হোসেনসহ সহজ আলা বিএনপির পাদক মন্ডলীর অন্যান্য সদস্য দিনাজপুর পৌর বিএনপি ১৭ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,মহিলাদল, তাঁতীদল, কৃষকদল, শ্রমিকদলসহ দিনাজপুর পৌর বিএনপির ১২ টি ওয়ার্ড ও সদর উপজেলা বিএনপির ১০ টি ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এছাড়াও বীরগঞ্জ, খানসামা, ঘোড়াঘাটে সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচি চলাকালে বুধবার একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর দিনভর নেতাকর্মীদের রাজপথে শক্ত অবস্থান আর বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর শহর।