রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়েছে। গতকাল শুক্রবার জুমআর নামাজের পর বিএনপি নেতাদের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়। রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী উদ্যোগে বন্দর বড় মসজিদ,বিএনপি নেতা হযরত আলীর উদ্যোগে শিবদিঘী কেন্দ্রীয় মসজিদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারের উদ্যোগে শিবদিঘী হাফেজিয়া মাদ্রাসা মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, নেতাকর্মিদের প্রত্যেক মসজিদে মসজিদে স্ব স্ব জায়গা থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সস্থুতা কামনায় দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল। সে নির্দেশ অনুযায়ী উপজেলার প্রায় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন হয়েছিল।