ঠাকুরগাঁওসহ সারাদেশে সংবাদিকদের উপর নির্যাতন, হামলা, মামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সংবাদকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সামবেশের আয়োজন করে ঠাকুরগাঁও প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ।
মানববন্ধনে বক্তারা বলেন, যখনি কারো স্বার্থে আঘাত আসে তখনি সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন হয়। সাংবাদিক মোজাক্কিরের নিহতের ঘটনার তিব্র প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। ঠাকুরগাঁওয়ের স্থানীয় সাংবাদিক শাকিল আহমেদের পরিবারের উপর হামলারও নিন্দা জানিয়ে দোষিদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রথম আলোর প্রতিনিধি মজিবর রহমান, জনকণ্ঠের প্রতিনিধি জসিম শেখ ও আরো অনেকে।