হাকিমপুর প্রতিনিধি\ দিনাজপুরের হাকিমপুরে অফিস শেষে বাড়ী ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবীন্দ্রনাথ সরকার নামে মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৭টার দিকে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের উত্তরে ঈদগাহ মাঠের সামনে হাকিমপুর-বিরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্রনাথ সরকার (৩৮) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের পূর্ণ চন্দ্র সরকারের ছেলে। তিনি বিরামপুরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন বলে পুলিশ জানায়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, হাকিমপুর-বিরামপুর সড়কে বিরামপুর শহর থেকে মোটরসাইকেলে রবীন্দ্রনাথ সরকার বাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাঙ্গাপাড়া বাজার ঈদগাহ মাঠের সামনে পৌঁছানোর সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কের ওপর পড়ে গেলে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, রবীন্দ্রনাথ সরকার রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে চাকরি করতেন। তিনি বৃহস্পতিবার সপ্তাহের শেষ অফিস করে ছুটিতে গ্রামের বাড়ি সোনাপুর গ্রামে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃতু হয়। ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।