পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে সেমিনার হয়েছে । বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ সেমিনারের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুলাল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নাদিয়া, ডাঃ কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমুখ। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছা সেবক, সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।