দিনাজপুরের বিশিষ্ট সাংবাদিক মরহুম হুমায়ন কবীর ও মরহুম বেলাল উদ্দীনের আত্বার মাগফেরাত কামনা করে দিনাজপুর প্রেসক্লাবের উদ্দ্যোগে দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক ও এটিএন বাংলার দিনাজপুর প্রতিনিধি মরহুম হুমায়ুন কবীর এবং ইসলামী টিভি দিনাজপুর প্রতিনিধি ও ক্লাবের সদস্য মরহুম বেলাল উদ্দীনের আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত দোয়া মাহফিলে মরহুমদ্বয়ের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম প্রশিক্ষন একাডেমীর ধর্মীয় প্রশিক্ষক ও কোতয়ালী থানা জামে মসজিদের খতিব মাওলানা সাব্বির আহমাদ মাহমুদী।
এসময় দোয়া মাহফিলে মরহুম বেলাল উদ্দীনের ১ম পুত্র মো: মাইমুর সুলতান পান্না, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু,সহ: সভাপতি কংকন কর্মকার,সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল,দৈনিক আলোকিত বাংলাদেশ দিনাজপুর প্রতিনিধি কামরুল হুদা হেলাল,বৈশাখী টিভি ও দৈনিক যুগান্তর দিনাজপুর প্রতিনিধি একরাম হোসেন তালুকদার,এশিয়ান টিভি ও দৈনিক শেয়ার বিজ‘র দিনাজপুর প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম, মাই টিভি দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টপ্যাধ্যায়, দৈনিক সকালের সময় দিনাজপুর প্রতিনিধি মাসুদ রেজা হাই, দৈনিক উত্তরবাংলার বার্তা সম্পাদক আবু বকর সিদ্দিক, উত্তরকন্ঠের গোলাপ হোসেন এবং আলোকিত দিনাজপুরের ষ্টাফ রির্পোাটার আমির হোসেন বাদশাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন ।