বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ইয়াকুব আলী বাবুল (৬৫)মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তান এবং ভাই-বোন, আত্মীয়-¯^জনসহ অনেকগুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ইট ভাটা মালিক সমিতির সভাপতি, বীরগঞ্জ রাসায়নিক সার ব্যবসায়ী সমিতির সভাপতি, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরীর আজীবন সদস্য, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, বীরগঞ্জ ঠিকাদার কল্যান সমিতির সাবেক সভাপতি, মানবিক বীরগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্সের নির্বাহী কমিটির সাবেক সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
সোমবার দুপুর ২টা ৩০মিনিটে মরহুমকে গ্রামের বাড়ী শীতলাই আলীম মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আলহাজ্ব ইয়াকুব আলী বাবুলের অকাল মৃত্যুতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ পৌর সভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরীর সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হুসাইন বিপুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।