মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুরের বোচাগঞ্জে মহল্লা কমিটি গঠনের মাধ্যমে মাঠ গুছানো শুরু করেছে সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগ। এরই অংশ হিসেবে রবিবার রাত সাড়ে ৮টায় বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটিারিয়ামে ৪নং-ওয়ার্ড শহীদ পাড়ায় সদ্য গঠিত ২টি মহল্লা কমিটির পরিচিতি সভা করা হয়েছে। ৪নং-ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম সরকার এর সভাপতিত্বে এবং পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু তাহের মোঃ মাসুদ ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিংকুর সঞ্চালনায় এ পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, ত্রাণ ও কল্যান বিষয়ক সম্পাদক সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম. যুগ্ম সম্পাদক যথাক্রমে আবু তাহের মোঃ মামুন, সুব্রত কুমার অধিকারী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক নুরে আলম খন্দকার কায়সার প্রমুখ। এছাড়াও সভায় সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিসয়ক সম্পাদক মীর মোঃ মোশারফ হোসেন, সাবেক কমিশনার মোঃ এমরান হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা মহল্লা কমিটির সকল নেতাকর্মীকে সর্বদা সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে পূনরায় বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে অধিক শক্তিশালী করতে হবে। এসময় উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক রিপন মোল্লাহ সহ আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।