শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ জাত-পাতের ভেদাভেদ ভুলে মায়ের স্মরণে এলে সকল পাপ মোচন হয় এবং দুর্গতি নাশ হয়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২১, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ
জাত-পাতের ভেদাভেদ ভুলে মায়ের স্মরণে এলে
সকল পাপ মোচন হয় এবং দুর্গতি নাশ হয়
দিনাজপুর রাজকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ বলেছেন, জাত-পাতের ভেদাভেদ ভুলে মায়ের স্মরণে এলে সকল পাপ মোচন হয় এবং দুর্গতি নাশ হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, শিব জ্ঞানে জীব সেবা করে অসম্প্রদায়িক সমাজ গঠন করতে প্রতিটি মানুষের ধর্মজ্ঞান চর্চা করা দরকার। মা সারদা মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যে কোন মানুষকে কটু কথা বলে ঘৃণা না করা। এক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি বদলিয়ে ভালো আচারণের মধ্যে দিয়ে মানবতা প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর শ্রী শ্রী দূর্গা পূজা মন্দির কমিটির আয়োজনে দিনাজপুর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সহযোগিতায় দরিদ্র নর-নারায়নদের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উত্তর গোপালপুর দূর্গা মন্ডপ কমিটির সভাপতি অজিত কুমার অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের প্রাথমিক ও গণশিক্ষার সাবেক যুগ্ম সচিব মহেশ চন্দ্র রায়, রামকৃষ্ণ আশ্রম কমিটির সহ-সভাপতি অরুন কুমার, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রহমত, বিশিষ্ট কবি নিরঞ্জন রায়। স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডালিম কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমরেশ রায়, ননি গোপাল রায়, ইউপি সদস্য করিমল রায়, যাদব কুমার রায় ও চিত্ত পাল। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন নির্বাহী কমিটির সদস্য মিহির রায়, সির্ধাদ্ধ রায় ও জীবন রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও