বাংলাদেশ আওয়ামীলীগ নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি উদযাপনে স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১১টায় আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর বিকেল ৫টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ নিজ দলীয় কার্যালয়ে শহর ও সদর উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় এত অংশ নেন সাবেক এমপি এ্যাডঃ আব্দুল লতিফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলতাফুজ্জামান মিতা, বজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা হেলাল, তৈয়ব উদ্দীন চৌধুরী, আমজাদ আলী আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম। শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আলম সরকার বাবু, আশরাফ আলী শাহ, এনাম উল্ল্যাহ জ্যামী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সহকারি অধ্যাপক মাহমুদুল হক কোরায়শী দুলাল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, আওয়ামী মৎস্যজীবী লীগ দিনাজপুর শাখার আহবায়ক এ্যাডঃ সারওয়ার আহম্মেদ বাবু ও সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন, মোঃ আকরাম হোসেন মুন্নার নেতৃত্বে জাতীয় শ্রমিকলীগ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তিবাবু ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মহিবুল, ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ আকতারুজ্জামান (জামান), ১১নং ওয়ার্ডের সভাপতি গৌড় চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক। ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল রহমান মাসুম, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা ও সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা, আওয়ামী মৎস্যজীবী লীগ দিনাজপুর সদর উপজেলা শাখার তহিদুল ইসলাম বকুল ও মোঃ খায়রুজ্জামান প্রমুখ।
দিনাজপুর শিক্ষাবোর্ড
বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শিক্ষাবোর্ড সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম এর নেতৃত্বে শিক্ষাবোর্ডের সচীব প্রফেসর মোঃ জহির উদ্দীন, উপ-সচীব মোঃ লুৎফর রহমান, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারি ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সহ-সভাপতি তানজিমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান রাজু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম মীর শিরীন, হারুন, অন্যান্যাদের মধ্যে মোতাহার, শাহীন, সায়েদ ইকবাল, রওশন, মাসুম, নাসিমুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন আয়োজনে উদযাাপন করেছে। গতকাল ২৩ জুন বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিককৃতিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান, জাতিয় ও দলীয় পতাকা উত্তলন, বর্ণাঢ্য র্যালী এবং র্যালী শেষে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি মোঃ নইমউদ্দীন শাহ, শাহনেওয়াজ, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, শামিম আজাদ, সুব্রত কুমার অধিকারী, পৌর মেয়র মোঃ আসলাম, কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন লাবু প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সজিব, আশরাফ আলী তুহিন, পৌর যুবলীগের সভাপতি মঞ্জুর হাবিব তুষার, উপজেলা মহিগা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ হনুফা বেগম, সাধারন সম্পাদক নাজমা ফেরদৌস পুতুল, স্বেচ্চাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ রিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ইশান উপস্থিত ছিলেন।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাকেরহাটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ্ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন এর সঞ্চালনায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সরকার, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।