দিনাজপুর প্রতিনিধি \
বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই ¯েøাগানেই দেশ পরিচালিত হওয়ায় এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষ নির্ভয়ে নিরাপদে ধর্ম পালন করে আসছে। বিএনপি জামায়াতের সময় যে ভয়ভীতি ছিল, আজ তা কেটে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা- কোন অবস্থাতেই কোন ধর্মের মানুষের উৎসবকে বাধাগ্রস্ত করা যাবে না।
মঙ্গলবার বিকালে দিনাজপুর শহরের মডার্ণ মোড়ে সার্বজনীন দুর্গাপুজা সমন্বয় কমিটির আয়োজনে শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমীর “বিজয়া মঞ্চে” দিনাজপুর পুনর্ভবা নদীতে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
সার্বজনীন দুর্গাপুজা সমন্বয় কমিটির সহ-সভাপতি ডাঃ বি কে বোস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ, অতিরিক্ত পুলিশ সুপার (র্যাব) মোঃ আব্দুর রাজ্জাক কোম্পানী অধিনায়ক সিপিসি-১, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সার্বজনীন দুর্গাপুজা সমন্বয় কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।