বাংলাদেশে যখন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে, মাতারবাড়ী গভীর সমূদ্র বন্দর প্রতিষ্ঠা করা হচ্ছে, বাংলাদেশে যখন শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, বই নিয়ে শতভাগ শিক্ষার্থী যখন স্কুলে যাচ্ছে, বাংলাদেশে যখন টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে, একটির পর একটি মহাসড়ক প্রতিষ্ঠা হচ্ছে, মেট্রো রেল যখন প্রতিষ্ঠা করা হচ্ছে, ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, মাথা পিছু আয় ২ হাজার ছাড়িয়ে যাচ্ছে, বৈদেশিক রিজার্ভ যখন ৪৩ বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে, বাংলাদেশ যখন বিশ্বব্যাংক, আইএমএফ ও জাইকার মত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, বাংলাদেশ ব্যাংক যখন নিজস্ব অর্থায়নে আজকে ঋণ প্রদান করছে, তখন আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের জ্বালা পোড়া শুরু হয়েছে। তারা বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতি দেখতে পায়না। তাই শিল্পির ভাষায় বলতে চাই- বুকটা আমার ফাইটা যায়!
গত ২৮ মার্চ রবিবার বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপরোক্ত কথাগুলি বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তাফিজার রহমান।
এর আগে বিকাল ৪ টায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন বিরল উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চেীধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ।
খেলায় বিরল শংকরপুর মিতালী সংঘকে ট্রাইব্রেকারে পরাজিত করে চিরিরবন্দর ডাঃ হারেস উদ্দীন ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও ৩০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি এবং ২১ হাজার টাকার নগদ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালকের দ্বায়িত্ব পালন করেন, বিরল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যুবরাজ আব্দুল মালেক।