বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বিভিন্ন ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, নিম্নমানের যন্ত্রপাতি, নন টেকনিক্যাল অদক্ষ জনবল ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বুধবার (২ নভেম্বর -২০২৩) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে উপজেলায় অবস্থিত বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, ফজলে এলাহী’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়, তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসিন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমানসহ অভিযানিক দলের অন্যান্যরা।

প্রতিক্রিয়ার অফিসারগন জানান, গত অক্টোবর’২৩ মাসে প্রতিটি বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ডেকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্য ও দক্ষ লোকবলসহ সুন্দর পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয় নিদের্শনা দেয়া হয় এবং গত ৩১ আগষ্ট’২৩ পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়।

কিন্তু তারা অনেকেই সেই নির্দেশনা অনুসরন না করে নানান অনিয়ম করে চলছে।

এর পরিপ্রেক্ষিতে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এই অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।

এ ব্যপারে পেশেন্ট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে জানান তার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অসম্প্রদায়িক বাংলাদেশে ইসলাম একমাত্র আওয়ামীলীগের কাছেই নিরাপদ —–নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

দিনাজপুর শহরের তিন দোকানের ১৩৮ স্মার্টফোন চুরি

চাঁদাবাজি-জুলুম বন্ধে ন্যায়বিচারের অঙ্গীকার -ডা: শফিকুর রহমান

আটোয়ারীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।

দীর্ঘ ১৩ বছর পর ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচনে সভাপতি লুইস সম্পাদক মাইকেল

সুগন্ধি ধান উৎপাদনের জন্য দিঘন সমবায় সদস্যদের সুদমুক্ত ঋণ

পীরগঞ্জে পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা

এমবিএসকে’র উদ্যোগে রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা

বিশ্ব নদী দিবস উপলক্ষে বীরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা