রবিবার , ৫ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-১

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৫, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ
দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায়  নিহত-২, আহত-১

বিরামপুর ও চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় বিরামপুরে নিতাই মাহাত নামের এক মোটরসাইকেল আরোহী নিহত এবং তার স্ত্রী সৌরভী মার্ডি গুরুতর আহত। অপর দূঘটনায় বাসের ধাক্কায় চিরিরবন্দরে আব্বাস আলী নামে এক পথচারী নিহত হয়েছেন।
গত শুক্রবার দিবাগত রাত ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের বাজিতপুর নামক স্থানে এবং দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরের বেকিপুল বাজার নামক স্থানে পৃথক এই দূর্ঘচনা ঘটেছে।
নিহত নিতাই মাহাত(৩৭)জয়পুরহাট জেলার তাজপুর এলাকার অভিরাম মাহাতের ছেলে ও আহত তার স্ত্রী সৌরভী মার্ডি দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি এলাকার সিলিক মার্ডির মেয়ে এবং নিহত আব্বাস আলী (৬২)চিরিরবন্দর উপজেলার বড়গ্রামের রিফুজিপাড়ার মৃত মফিজউদ্দিনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মমিন জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিরামপুর উপজেলা থেকে একটি মোটরসাইকেলে করে ঘোড়াঘাট যাচ্ছিলেন এ দম্পতি। এসময় ঘোড়াঘাট থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাওয়ার পথে বাজিতপুর নামক স্থানে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দলার দরগা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক নিতাই মাহাতকে মৃত ঘোষণা করেন। আহত সৌরভী মার্ডি স্থানীয় দলার দরগা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নবাবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মমিন জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শুক্রবার সন্ধা সাড়ে ৬টার দিকে চিরিরবন্দর থেকে দিনাজপুরগামী তাকিয়া এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহি মিনিবাস বেকিপুল বাজারে একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে সড়ক থেকে বাসটি কিছুটা নিচে নেমে যাওয়ার সময় পথচারী আব্বাস আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিসহ চালক চিরিরবন্দর উপজেলার সিঙ্গানগর গ্রামের জগিন মেম্বারপাড়ার মৃত জগদিশ চন্দ্র রায়ের ছেলে অশ্বিনী কুমার রায় (৬১) কে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি বাকি

বোচাগঞ্জে গুডনেইবারস্ এর উদ্যোগে পিএসএম সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর

আকবর আলি খান আর নেই

দিনাজপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করলো দূবৃত্তরা

দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রকল্প শেখ হাসিনা সরকারের মাইলফলক অবদান-সমাজসেবা ডিডি

বীরগঞ্জে দুঃস্কৃতিকারীদের হাত থেকে মুক্তি পেতে বাদীপক্ষ বিচারকের দ্বারে দ্বারে

বীরগঞ্জ পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবি’র কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে শোকে পরিণত হলো বৌভাতের উৎসব