বৃহস্পতিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংগঠন পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পে গাইনী ও মেডিসিন রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামুল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র সহ ঔষধ বিতরণ করা হয়। এ সময় ২৫১ জন দরিদ্র রোগীকে চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজর গাইনী ও অবস, লেকচারার ডাঃ মোস্তারিনা বেগম সুমি এবং মেডিকেল অফিসার ডাঃ নওশাদ আলম সিদ্দীক।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পটি উদ্বোধন ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আলী । এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব, স্থানীয় ইউপি সদস্য ৩ নং ,৪ নং ও ৫ নং ওয়ার্ড সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসুচীর পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন পল্লীশ্রী প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল, ফরক্কাবাদ ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মাহফুজা নাজনীন ও কর্মসূচীর স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ক্যাম্প বাস্তবায়নে ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা প্রদান করেন। ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হোসেন আলী বলেন, পল্লীশ্রী দীর্ঘদিন ধরে এই অঞ্চলে অসহায়, দরিদ্র, পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগণকে চিকিৎসা সেবা দিচ্ছে। এব্যাপারে পিকেএসএফ এর সহযোগিতায় এলাকার মানুষ আজ বিভিন্ন রোগে চিকিৎসা পেয়ে সুস্থ্য হচ্ছে। আমরা চাই এই প্রকল্প পল্লীশ্রীর মাধ্যমে চলমান থাকে।