পীরগঞ্জ প্রতিনিধি : বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য আগুন সন্ত্রাস, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কালুপীর দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়।সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভার:প্রাপ্ত সভাপতি বিপ্লব কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, সহ সভাপতি ও সাবেক মেয়র কশিরুল আলম,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মাহমুদুল হক, সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যন বিবেকানন্দ রায় নিমাই, ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক মখলেসুর রহমান, উপজেলা আওয়ালীগের সহ প্রচার সম্পাদক সবুর আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফিন, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক,ইউনিয়ন আ”লীগের সাংগঠনিক সম্পাদক গাজীউর রহমান গাজী, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু,ওয়াড আ’লীগের সভাপতি বাদল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম আকাশ প্রমুখ।