বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনাজপুর জেলা ও পৌর, সদরের আয়োজনে পৃথক পৃথকভাবে পালিত হয়েছে।
আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে আওয়ামী যুবলীগ-এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগ।
শনিবার সকালে জেলা প্রশাসন চত্বরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর অধিনায়ক শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় জেলা যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রাশেদ পারভেজ এর নেতৃত্বে সকালে জেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পরে বাসুনিয়াপট্স্থি আওয়ামী লীগ কার্যালয় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতি পুস্প স্তবক অর্পণ করেন। বিকেল ৪টায় আনন্দ র্যালী ও উন্নয়ন শোভা যাত্রা বের করে। আনন্দ র্যালী ও উন্নয়ন শোভা যাত্রা শূরুর সাথে সাথে বিএনপি জামায়াতের নৈরাজ্য সন্ত্রাস ও অগ্নিসংযোগ এর বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ মিছিলে রূপ নেয়। মিছিল শেষে জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রাশেদ পারভেজ বলেন, আর আনন্দ মিছিল করার সময় নাই। এখন দেশ ও জনগণকে বাঁচাতে জামায়াত-বিএনপির নৈরাজ্য সন্ত্রাস ও অগ্নিসংযোগ প্রতিহত করতে যুবলীগকে প্রস্তুত থাকতে হবে । এসময় বক্তব্য রাখেন, যুবনেতা শেখ আলাউদ্দিন রাজা, ফিরোজ আহমেদ লাবু, ইফতেখারুল ইসলাম রিয়েল, ফয়সাল হাবিব, ইবনে ফয়সাল রিপন, আব্দুস সালাম আজাদ, গোলাম রাব্বানী, আশরাফুল আলম প্রমুখ।
একই দিন সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে যুবলীগের এক বিশাল মোটরসাইকেল র্যালী দিনাজপুর শহর প্রদক্ষিণ করে। র্যালীর নেতৃত্ব দেন দিনাজপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম রমজান, সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক বসাক ও সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী।
র্যালী শেষে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সহ-সভাপতি মোঃ ইসহাক চৌধুরী, সাধারন সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলামসহ দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।