মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী ৪র্থ দফা অবরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী। বরাবরের ন্যায় উপজেলার কোথাও অবরোধের পক্ষে বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা যায় নি। এদিকে স্থানীয় আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ও পঞ্চগড়-১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে সরকারী দল তাদের পূর্ব নির্ধারিত ধারাবাহিক কর্মসূচী অব্যাহত রেখেছেন। অবরোধ প্রসঙ্গে আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া জানান, অবরোধ আহবানকারীদের আমরা কখনো দুর্বল ভাবছিনা। আটোয়ারীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, রেলষ্টেশন সহ সর্বত্র পুলিশ পাহাড়া বৃদ্ধি করা হয়েছে এবং বিরোধী নেতাকর্মীদের গতিবিধী মনিটরিং করা হচ্ছে।